রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। গতকাল রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় মো. মাহবুব হোসেনকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে নতুন মন্ত্রিপরিষদ সচিব তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপ্রধান নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত)মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
Drop your comments: