রাশিয়ার ‘কুখ্যাত’ কমান্ডার হিসেবে পরিচিত সের্গেই সুরোভিকিন গ্রেফতার হয়েছেন বলে গুঞ্জন ওঠেছে। খবর আজ জাজিরার।
ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহের পর তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৮ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ খবর জানা গেছে।
তবে সুরোভিকিনের গ্রেফতারের খবর নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুরোভিকিন রুশ বিমান বাহিনীর প্রধান ও ইউক্রেন অভিযানের প্রথম দিকে রুশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সিরিয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়ে ‘কুখ্যাত কমান্ডার’ হিসেবে পরিচিতি পান তিনি।
ওয়াগনার গ্রুপ গত ২৩ জুন বিদ্রোহ করে। আর এ বিদ্রোহের পর দেশটির সেনাবাহিনীর শীর্ষ দুই জেনারেল ভ্যালারি গেরাসিমোভ এবং সের্গেই সুরোভিকিন আড়ালে চলে যান। অভিযোগ রয়েছে, ওয়াগনারের বিদ্রোহ সম্পর্কে আগে থেকেই জানতেন জেনারেল সুরোভিকিন। এ বিদ্রোহের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আসলেই আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, সুরোভিকিন সিরিয়ায় সফলভাবে বাসার আল আসাদ বিরোধীদের দমন করায় তাকে ইউক্রেন যুদ্ধের কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু কয়েকদিন পরই তাকে সরিয়ে দেয়া হয়।