ভারতের অযোধ্যায় আলোচিত রাম মন্দির নির্মাণে দুর্নীতির অভিযোগ এনেছে উত্তর প্রদেশের দুই বিরোধী দল সমাজ পার্টি এবং আম আদমি পার্টি।
সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মন্দিরের জমি কেনার সময় এই জালিয়াতি করা হয়। বলা হয়, এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি রুপিতে একটি জমি কিনে দুই ব্যবসায়ীর মাধ্যমে কয়েক মিনিট পরই ওই জমিটি ট্রাস্টের কাছে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করা হয়। বিভিন্ন ধাপে বিক্রি হওয়া জমিটির কাগজপত্রের সবগুলোতেই প্রত্যক্ষদর্শী হিসেবে অযোধ্যার মেয়র এবং ট্রাস্টের একজন স্থানীয় সদস্যের নাম রয়েছে। যদিও মন্দির নির্মাণ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠন করে মোদি সরকার। ট্রাস্টকে ৭০ একর জমি প্রদান করা হয়।
Drop your comments: