বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল থানা পুলিশের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মিজানুর রহমান (৫৫) । সে উপজেলার কালেখারবেড় গ্রামের হাবিবুর রহমান শেখের পুত্র।
মঙ্গলবার (৯ মে) তাসলিমা বেগম নামের একজন ভুক্তভোগী মহিলার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় । রামপাল থানায় এ সংক্রান্ত একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলা নং ০৬, তারিখ ০৯/০৫/২৩ ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কালেখারবেড় গ্রামের তাসলিমা বেগম নামের একজন মহিলার নিকট হতে প্রতারক মোঃ মিজানুর রহমান শেখ রামপাল পুলিশের নাম করে প্রতারনার মাধ্যমে ১৮,০০০/- টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগী মহিলা বিষয়টি রামপাল থানা পুলিশকে জানালে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব এস,এম, আশরাফুল আলম এর নির্দেশনা ওসি তদন্ত রাধেশ্যাম সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ রামপাল থানা পুলিশের একটি চৌকশ টিম আসামী মোঃ মিজানুর রহমান শেখকে রামপাল থানা এলাকা হতে আটক করা হয়। এসময় তার নিকট হতে নগদ ১৮,০০০/- টাকা উদ্ধার করে পুলিশ । রামপাল থানার ওসি এস.এম. আশরাফুল আলম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।