বাগেরহাট প্রতিনিধিঃ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালুর দুদিনের মাথায় কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে বিদেশি জাহাজ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে নোঙ্গর করে জাহাজটি। ইন্দোনেশিয়া থেকে ৩১হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করা এম,ভি পানাগিয়া কানালা থেকে দুপুর ১টার দিকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৩১হাজার মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৬জুন ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি পানাগিয়া কানালা। এরপর কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে।
উল্লেখ্য, এর আগে ১০জুন এম,ভি জে হ্যায়, ২৫জুন এম,ভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এসেছিলো মোংলা বন্দরে।