বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে তানভীর শেখ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার রনসেনে নির্মাণাধীন রেল লাইন সংলগ্ন এলাকা থেকে ইয়াবা সহ তানভীরকে গ্রেপ্তার করা হয়। তানভীর উপজেলার মানিকনগর গ্রামের জিন্নাত শেখের শেখের ছেলে।
রামপাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তানভীর দীর্ঘদিন রণসেন এলাকা ও তার আশপাশ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয়ের সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার (৪ আগষ্ট) সকাল ১১ টায় পর তানভীর কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
Drop your comments: