![InShot_20230619_124529628](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/06/InShot_20230619_124529628.jpg)
রাজশাহীতে গভীর রাতে নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনকে আটক করেছ পুলিশ।
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ সরকার টেকন লিমনের মামা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে নির্বাচন কর্মকর্তার বাড়িতে ওই নেতার প্রবেশের খবরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ওই বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। ওই বাড়িতে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ভাড়া থাকেন। ঘেরাওকারীদের দাবি, লিমন নির্বাচন কর্মকর্তার বাড়িতে টাকা নিয়ে গেছেন। তবে পুলিশ টাকার উদ্ধারের বিষয়ে কিছু জানায়নি।
পরে রোববার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে লিমনকে আটক করে থানায় নিয়ে যায়।
Drop your comments: