রাজধানীর মিরপুরে নিরাপদ সড়কের দাবিতে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টার দিকে মিরপুর-১০ এলাকায় এ মিছিল করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, রাজধানীতে একের পর এক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। গুলিস্তান ও রামপুরায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর সবশেষ সেই তালিকায় যুক্ত হয়েছেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান লিমন।
শুক্রবার রাতে বিমানবন্দর এলাকায় লরির চাপায় নির্মমভাবে নিহত হন লিমন। অবিলম্বে ঘাতকদের বিচারের পাশাপাশি তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানায় তার সহপাঠীরা। তারা বলেন, সড়কে প্রতিদিনই শিক্ষার্থীদের রক্ত ঝরছে। সড়কে মৃত্যুর মিছিল রোধে অবিলম্বে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
Drop your comments: