অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর শাখার নেতারা এসব কর্মসূচিতে অংশ নেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা রাজধানীর যেসব এলাকায় মিছিল করেছেন তার মধ্যে রয়েছে-
তেজগাঁও
তেজগাঁও অঞ্চল আয়োজিত রাজধানীর ফার্মগেট-পান্থপথে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য নোমান আহমেদি, জামায়াত নেতা ফরিদ আহমেদ, মিয়া মুহাম্মদ তৌফিক, শামিম হোসাইন ও ছাত্রনেতা খায়রুল ইসলাম প্রমুখ।
মিরপুর
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অন্যতম সদস্য আব্দুল হামিদের নেতৃত্বে মিরপুর ৬০ ফিট আমতলা বাজার এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আবদুর রাকিব, আব্দুল মজিদসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতাকর্মীরা।
আব্দুল্লাহপুর
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা এম এ আলমের নেতৃত্বে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এতে আরও উপস্থিত ছিলেন আবু মুসয়াব, আব্দুল্লাহ সাদিক, আবু সাকলাইন ও আবু বকর সিদ্দিক প্রমুখ।
মগবাজার
ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য কে এইচ আমিনের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, আকতার হোসেন ও ছাত্রনেতা এফ জে রহমানসহ অন্যরা।
কাফরুল
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য আবু তৈয়ব, জামায়াত নেতা মুসআব মুহাইমিন ও ছাত্রনেতা গোলাম রাব্বানী, শ্রমিক নেতাসহ নূরুল আমীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রামপুরা
ঢাকা মহানগরী মজলিশে শূরা সদস্য রামপুরা থানা আমির আবু আকাশের নেতৃত্বে ও থানার নায়েবে আমির আবু তামীমের তত্ত্বাবধানে মিছিলে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর রহমান, আশিকুর রহমান, ছাত্রনেতা মাকসুদুর রহমান প্রমুখ। থানা জামায়াতের সেক্রটারি আবু সাইফুল্লাহ এতে দিকনির্দেশনা দেন।
মোহাম্মদপুর
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মো. শফিউর রহমানের নেতৃত্বে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে আরও উপস্থিত ছিলেন- থানা কর্মপরিষদ রবিউল ইসলাম, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, মারুফ বিল্লাহ, আনোয়ার হোসেন প্রমুখ।
হাজারীবাগ
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মজিবুর রহমান খানের নেতৃত্বে এসময় মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শহিদুল ইসলাম সোহেল, আখতারুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খিলগাঁও
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুর রহমান সাজুর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম, মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ, জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলাম, নাইম ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে এসময় ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এ আর ফারুকী, হাবিবুর রহমান, কবিরুল ইসলাম, আতিকুর রহমান, ছাত্রনেতা ইসমাইল হোসেনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।