‘সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজির’ প্রতিবাদে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর ছনটেক মেইন রোড এলাকায় নির্বিঘ্নে এ বিক্ষোভে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। বিক্ষোভে ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ নেতৃত্ব দেন।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার বিভাগ থেকে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলটি যাত্রাবাড়ি হতে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।’
সমাবেশে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সিলেটের শতবর্ষের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের নেতাকর্মী দ্বারা স্বামীকে বন্দী করে স্ত্রীকে গণধর্ষণের ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই ঘটনায় জড়িত লম্পট সন্ত্রাসীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী করছি। গণধর্ষণের এই ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। দেশবাসীর মত আমরাও এই ঘটনায় মর্মাহত।’
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন ও আব্দুল জব্বার, মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমান, কামাল হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি মুজিবুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি রাসেল মাহমুদ, ঢাকা কলেজের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ সহ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারিবৃন্দ।