May 30, 2023, 4:45 am
সর্বশেষ:

রাজধানীতে গণধর্ষণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

  • Last update: Tuesday, April 25, 2023

রাজধানীর মিরপুরে ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে গণধর্ষণ ও অস্ত্র মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজিব (২৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে শাকিল ২০১৬ সালে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি। তারা দুই জনই চাঁদাবাজ।

Advertisements

আজ মঙ্গলবার ডিএমপি মিরপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ মহসীন বাসসকে জানান, সোমবার বিকেলে রাজধানীর মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃতরা মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের বিরুদ্ধে ৫টি এবং মো. আশফাকুর রহমান সজিবের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।

পুলিশের এ কর্মকর্তা জানান, সোমবার তারা ঈদ সালামির নামে মিরপুরের বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন কায়দায় চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেয় চাঁদাবাজরা। পরে এ ব্যাপারে অভিযোগ করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC