![InShot_20230510_131511748](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/05/InShot_20230510_131511748.jpg)
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসা থেকে গোলনারি সাইদ (৪০) নামে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট জোনের এডিসি ইফতেখারুল ইসলাম।
এডিসি ইফতেখারুল জানান, সাঈদ ভোরে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অসুস্থ হয়ে পড়েন। এর কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। সাঈদের রুমমেট ইব্রাহিম এসব তথ্য দিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সাঈদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Drop your comments: