বাংলাদেশ জাতীয়তাবাদী দল, (বিএনপি) ৪২’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাঙ্গামাটি জেলার উদ্যোগে, রাঙ্গামাটি জেলা বিএনপির প্রধান কার্যলয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
জেলা জাসাসের সভাপতি আবুল হোসেস বালির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল হোসেনের উপস্থাপনায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন জাকির হোসেন রোকন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, জাসাস কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহ আলম, সভাপতি রাঙ্গামাটি জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীপন তালুকদার, সাধারন সম্পাদক রাঙ্গামাটি জেলা বিএনপি, ফেরদৌস ফকির, সহ সভাপতি জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দগণ।
বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রেজভী চিকিৎসা ক্যাম্পের জন্য শুভেচ্ছা জানান।
চিকিৎসক ছিলেন, ডাঃ শেখ মোহাম্মদ মুরাদ, ওম.বি.বি.এস চক্ষু, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, ছানি ও গ্লুকোমা রোগে অভিজ্ঞ, লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম। সহযোগিতায় ছিলেন জবল ই নূর চক্ষু চিকিৎসালয়, রাঙ্গামাটি।