সংযুক্ত আরব আমিরাতের রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত পরিসরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।গতকাল শনিবার (৭ নভেম্বর) আবির সবজি মার্কেটে উক্ত মিলাদুন্নবী(সাঃ) উদযাপিত হয়।
সংগঠনের সভাপতি খোরশেদ জামান সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাশেম উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ – সভাপতি মোরশেদুল আলম,যুগ্ম সম্পাদক কাজী মোঃ ওমর গনি,সাংগঠনিক সম্পাদক জিএম সরোয়ার হেলাল,অর্থ সম্পাদক তারেক চৌধুরী,সংগঠক শাহাদাত হোসেন পলাশ,হানিফ সিকদার,কাজী আরমান গনি,মোহাম্মাদ মনছুর আলম,মৌলানা নুরুচ্ছাফা সহ সমিতির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ব মুসলীম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মোহাম্মদ সেলিম। পরে আগত অতিথি ও মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।