ক্ষুদে মাঝি অজয়ের হাতে বই তুলে দিয়ে তাঁর পড়ালেখার দায়িত্ব নিল এ কে এম ছরোয়ারজান বিশ্বাস ফাউন্ডেশন।
সম্প্রতি শুক্তাইল (ঘেনাশুর), জালালাবাদ গোপালগঞ্জের এই ক্ষুদে মাঝির দায়িত্ব নেয় দেশের নিবন্ধিত ফাউন্ডেশনটি৷ ফাউন্ডেশনের ফেসবুক পেজে করা পোস্টে সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ অন্যান্যের সঙ্গে অজয়ের হাস্যজ্বল ছবি দেখা যায়৷ ছবির সঙ্গে লিখা ‘যে হাতে নৌকার হাল সে হাতে বই। অজয় আর খেয়াঘাটে যাবে না। আজ থেকে সে স্কুলে যাবে। (বিঃদ্রঃ এখন থেকে অজয়ের লেখাপড়ার সব খরচের দায়িত্ব নিয়েছে AKMSB ফাউন্ডেশন)। একদিন হয়ত আবার সে ফিরে আসবে খেয়াঘাটে, তবে মাঝি হয়ে নয়। হয়তো আবার সে ধরবে হাল, তবে নৌকার নয়। হয়তো জাতির।’
এদিকে বীর মুক্তিযোদ্ধা এ কে এম ছারোয়ারজানের বীরত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে এবং তাঁর ওমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি গোপালগঞ্জে মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে৷ ফাউন্ডেশনের নামে এ কে এম ছারোয়ারজান বিশ্বাস কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।