নারায়ণগঞ্জে নিহত যুবদল কর্মী শাওন হত্যার জন্য প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কী কারণে গুলি চালিয়েছে, সে প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।
পুলিশ পরিদর্শকের কাছে চাইনিজ রাইফেল রাখার এখতিয়ার ছিল কিনা তাও জানতে চান মির্জা ফখরুল। এ সময় দোষী এসআই এর বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানান তিনি। বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় মামলা করবে বিএনপি। সরকার আরেকটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার পায়তারা করছে।
বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে আসায় আগের মতোই গায়েবি মামলা দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে চায় সরকার।