রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় টুকুর সঙ্গে থাকা যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।
গতকাল শনিবার রাতে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার আমাদের ১০ জানুয়ারি গণসমাবেশকে কেন্দ্র করে উন্মাদ ও হিংস্র হয়ে গেছে। সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে, তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণ অভ্যূথান।’
এ সময় অবিলম্বে টুকুসহ গ্রেপ্তার হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন রিজভী।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায় এনটিভি অনলাইনকে বলেন, ‘যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনি বলতে পারছি না।’