মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। যুক্তরাষ্ট্র শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
সোমবার (১৩ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমি এর আগেও অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। ভোটের মাধ্যমে সরকারে কে আসবে সেটি দেশটির জনগণের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত।
Drop your comments: