যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাণ হারালেন ১৮ অভিবাসনপ্রার্থী। গতকাল (২২ আগস্ট) মঙ্গলবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আরও ৩৬ জন গুরুতর আহত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
বিবৃতি অনুসারে, বাসটিতে অর্ধ-শতাধিক আরোহী ছিলেন। পুয়েব্লা এলাকার সংকীর্ণ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। উল্টো পাশ থেকে আসা একটি ট্রেইলরের ধাক্কায় বাসটি উল্টে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন।
এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শুরু হয় উদ্ধার তৎপরতা। দগ্ধ-আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রশাসন জানিয়েছে, নিহতদের সবাই মেক্সিকান, একজন শুধু ভেনেজুয়েলার নাগরিক। তারা সবাই যুক্তরাষ্ট্রে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। জুলাই মাসেও একই অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ২৭ জন প্রাণ হারান।
Drop your comments: