
পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে দেশ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-২০ কাপে তার দল জেমকন খুলনা ফাইনালে উঠলেও, খেলতে পারছেন না সাকিব। ফলে ভক্তরা খানিকটা হতাশ। তবে তাদের প্রত্যাশা সাকিব না থাকলেও, ফাইনালে তার দল ঠিকই জিতবে শিরোপা।
এ যেন বিনা মেঘে বজ্রপাত। দল বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালে কিন্তু খেলতে পারবেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের শ্বশুর অসুস্থ। তাই হঠাৎ করেই সাকিব চলে গেলেন মার্কিন মুলুকে।
সাকিবকে নিয়ে কত অপেক্ষা ছিলো ভক্তদের। এক বছরের নির্বাসন শেষে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করেন সাকিব আল হাসান। ভক্ত-সতীর্থরাও তাকে স্বাগত জানান হাসিমুখে।
Drop your comments: