মার্কিন যুক্তরাষ্ট্র বলে-কয়ে কাউকে নিষেধাজ্ঞা দেয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২২ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে। নির্বাচনের সাত আট মাস আগে বাংলাদেশে অবস্থিত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা দেয়া দুঃখজনক বলেও উল্লেখ করেন।
একটি জাতীয় দৈনিকে, ‘চীনা কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করতেন পররাষ্ট্রমন্ত্রী’- প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন বলে মন্ত্রী বলেন, আমি কখনো চাইনিজ কোনো কোম্পানিতে কাজ করিনি, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
Drop your comments: