যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর। দেশে সুষ্ঠু, অবাধ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, যা সরকারও চায়। বন্ধু বলেই তারা উপদেশ দেয়- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপদেশ যেটা ভালো মনে হয় গ্রহণ করি, যেটা ভালো মনে হয় না গ্রহণ করি না। এজন্য তারা রাগও করেন না।
মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে কাউকেই হয়রানি করছে না সরকার। দেশে এখন নির্বাচনের জোয়ার বইছে। জনগণের ভোটেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে। মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় আদর্শ দেশ বাংলাদেশ। এ সময় গাজা পরিস্থিতির উদাহরণ দেন তিনি। তিনি আরও বলেন, এদেশে বিনা বিচারে কেউ মারা যায়নি। আমাদের মানবাধিকার পরিস্থিতি শিক্ষনীয়। যারা সন্ত্রাসী কর্মকান্ড করছে তারাই শাস্তির আওতায় এসেছে। কোন রাজনীতিবীদকেও হয়রানি করা হয় নি।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো সময় ফেরত যাবে রোহিঙ্গারা। এটা বাংলাদেশ, মিয়ানমারের চাওয়াতে কিছু হবে না। রোহিঙ্গারা দেশে ফিরতে চায়।