মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের ছকিনা মেডিকেল হাসপাতালের সামনে থেকে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সাতক্ষীরার কলারোয়া থানা এলাকার মৃত: আঃ গনি’র ছেলে মোঃ আঃ গফফার(২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সদস্যরা।
বুধবার বিকাল সাড়ে ৪টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পোলের হাট বাজারস্থ যশোর টু বেনাপোল গামী হাইওয়ে রাস্তার পাশের্^ ছকিনা মেডিকেল হাসপাতাল এর সামনে অভিযান পরিচালনা করে ৪৬ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩,ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন গ্রেফতার মাদক ব্যবসায়ীসহ উদ্ধার মাদকের বিষয়টি নিশ্চিত করেন।