মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোর কোতয়ালী থানাধীন মেসার্স বুশরা কসমেটিকস দোকানের সামনে থেকে ভারতীয় ২৯৩২ কৌটা জর্দ্দাসহ হাসিনা বেগম(৫৭)নামে এক মহিলাকে আটক করেছে র্যাব। আটক হাসিনা খুলনা জেলার গোয়ালখালী গ্রামের মৃত: মতিয়ার রহমান এর স্ত্রী।
বুধবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেল বাজার যশোর এর মেসার্স বুশরা কসমেটিকস দোকানের সামনে থেকে এক মহিলাকে ভারতীয় জর্দ্দাসহ আটক করা হয়েছে। উদ্ধার কৃত আলামত ও ধৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: