মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৬০ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার ওজন সাত কেজি। আনুমানিক মূল্য ৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় যশোর ৪৯ বিজিবি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযান দল চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের ৩৯ নম্বর মেইন পিলার থেকে ৩০০ গজ ভিতরের এলাকা থেকে ওই সোনার বার উদ্ধার করে। দুই চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির দল তাদের ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। এসময় ওই ব্যাগের মধ্যে কাপড়ের তৈরি বেল্টের ভিতর থেকে ৬০ পিস সোনার বার উদ্ধার করা হয়।
যশোর ৪৯বিজিবির লেঃ কর্নেল সেলিম রেজা আরো জানান, উদ্ধার সোনার বার জমা ও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।