যশোর জেলা প্রতিনিধি: যশোরে গরীবদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থা। চালু করেছে গরীবের খাদ্য গুদাম প্রকল্প। দুর্যোগকালীন সময়ে গরীবের ঘরে খাবার পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ বলে জানালেন সংশ্লিষ্ঠরা। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন এই প্রকল্পের উদ্বোধন করেন। এসময় ঈদ-উল আযহা উপলক্ষ্যে গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন জানান, তার ইউনিয়নে জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থা বিভিন্ন সময় উন্নয়ন ও সেবামূলক কাজ করে চলেছে। সংস্থাটির সকল কর্মকান্ডে পাশে থাকার ঘোষণা দেন তিনি।
জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইবাদ আলী জানান, কুরবানি ঈদে সকলে মাংস বিতরণ করে থাকেন। কিন্তু এসময় অনেকের ঘরে দেখা যায় চাল নেই। সেজন্য আজ অর্ধশতাধিক দরিদ্র মানুষের মাঝ্যে চাল বিতরণ করা হয়েছে। তাছাড়া দেশের দূর্যোগকালীন সময়ে তাদের এই খাদ্য গুদাম প্রকল্পের মাধ্যমে দ্রæত মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জ্ঞানের মেলার উপদেষ্টা ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহম্মেদ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কার্যকরি সদস্য আরিফা জাহান, নজরুল ইসলাম রানা, টিপু গাজীসহ সংস্থাটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।