মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ধান্যতাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু ছিদ্দিক গাজী (৭২) নামে বৃদ্ধকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। গ্রেফতার আবু ছিদ্দিক একই গ্রামের মৃত: মনির উদ্দীন গাজীর ছেলে।
শিশুটির চাচা মিন্নু বলেন,আমার ভাইয়ের ৬বছর বয়সী মেয়ে সোমবার সকালে তার সঙ্গীদের নিয়ে বাড়ির সামনের ঘেরের পাড়ে খেলা করছিল। এ সময় ঘের মালিক আবু ছিদ্দিক কৌশলে অন্য বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ঐ শিশুটিকে থাকতে বলে। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা মেয়েকে খুজতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে সে শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
এদিকে শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, আবু ছিদ্দিক আমাদের প্রাথমিক জিগ্যাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে যে সে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করেছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয় । গ্রেফতার আসামিকে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।