মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নের লক্ষ্যে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠিন অবস্থান গ্রহন করেছে।
আজ বুধবার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খানের নেতৃত্বে সকল পুলিশ সদস্যদের নিয়ে থানার সামনে এক ঘন্টা দাঁড়িয়ে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালু এবং করোনা সচেতন মুলক বক্তব্যে দেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বাংলা এক্সপ্রেস এর যশোর জেলা প্রতিনিধিকে বলেন, মাস্ক ছাড়া আমরা কোন সেবা দিব না।সাধারন মানুষকে আমরা মাস্ক পড়ে বাসার বাইরে বের হতে বলছি। থানার পুলিশ সব সময় মানুষকে বলছে এবং আমাদের এই ক্যাম্পেইন অব্যাহত থাকছে। সরকারের দেওয়া নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।