![IMG_20201207_145408](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/12/IMG_20201207_145408.jpg)
মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ মজনু সরদার(৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী মজনু মহিষাডাঙ্গা গ্রামের মৃত: নূর হোসেন সর্দারের ছেলে।
রবিবার(৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা বাজারের গ্রামীন টাওয়ারের সামনে থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাতেনাতে মাদক ব্যবসায়ী মজনু কে আটক করা হয়েছে। আটক আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন
আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।