![IMG_20201009_134319](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/10/IMG_20201009_134319.jpg)
মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেন্সিডিলসহ আল আমিন (২২) নামে একজন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক মাদক পাচারকারী আল আমিন শার্শার আন্দোপোতা গ্রামের মাযহার মোড়ল এর ছেলে।
বেনাপোল বিজিবি কোম্পানী সদরের কমান্ডার সুবেদার মিজানুর রহমান ফেন্সিডিলসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সাথে শার্শার পারুইঘুপি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহীম (২৫) ও দূর্গাপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে রমজান আলী (২৭) নামে দুইজন পলাতক আসামি করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর ) সকাল ১০ টার সময় আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে আল আমিনকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সেলিম রেজা জানান, একজন মাদক পাচারকারী ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে যশোরের যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেন্সিডিলসহ আল আমিনকে আটক করা হয়।