মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল কাস্টম হাউজে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় বেনাপোল কাস্টমস ক্লাবে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। করোনা কালিন সময়ে নিহত ৭ জন কাস্টম কর্মকর্তার জন্য দোয়া করা হয়। বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-১শার্শা আসনের মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি। বিশ্ব ব্যাপি করোনা ভাইরাসের কারনে এবছর জাঁকজমকপূর্নভাবে অনুষ্ঠান করা সম্ভব হয়ে ওঠেনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, যশোরের (কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জাকির হোসেন, ৪৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা, যশোর জেলা পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক আইযুব হোসেন,প্রচার সম্পাদক রাসেল ইসলাম,দপ্তর সম্পাদক আরিফুল ইসলামসহ বন্দর কাস্টমস ব্যবহারকারী সকল সংগঠনের নেতাকর্মীরা।
আন্তর্জাতিক কাস্টমস দিবসে বেনাপোলে আমন্ত্রন অতিথিদেরকে ফুল ও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।