মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার চৌগাছায় পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ এর ছেলে মোঃ শামীম আক্তার ওরফে রানা (৩২)কে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ আটক করেছে চৌগাছা থানা পুলিশ সদস্যরা।
শনিবার বেলা ২টার সময় কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটক মাদক ব্যবসায়ী শামীম চৌগাছা থানাধীন কারিগর পাড়া গ্রামের মোঃ আব্দুল মজিদ কাউন্সিলর এর ছেলে।
যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব জানান,গোপন সংবাদের ভিত্তিতে(এসআই) মান্নান সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা মহিলা কলেজের সামনের রাস্তা হইতে একটি মোটরসাইকেল এ বহন করা অবস্থায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শামীম আক্তার ওরফে রানার কাছথেকে দুইটি পোটলা মধ্যে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হন।
Drop your comments: