মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ই মার্চ) সকাল ৯টার সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর- ১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, শার্শা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, আইসিটি অফিসার আহসান হাব্বিসহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী।