ময়মনসিংহের সদর উপজেলার চর সিরতা নয়াপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। এর ধারাবাহিকতায় গতকাল দুপুরে রফিকুল ইসলাম যখন স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেচাকেনা করছিলেন তখন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের উপর হামলা চালায়। এসময় তার ভাই সফিকুল ইসলামের এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রফিকুল মারা যায়। শফিকুলের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে রাতে শফিকুলও মারা যায়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।