তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে আমাদের করনীয়” শীর্ষক এক মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (২৭ মার্চ) মৌলভীবাজার সরকারি কলেজ মাঠে জেলা যুব কল্যাণ সংস্থা এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া। মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুদ্দীন আহমেদের সভাপতিত্বে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। জেলা যুব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিম এর সভাপতিত্বে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় মাদকের কুফল সম্পর্কে বলেন মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে জীবনকে দুর্বিষহ করে তোলে এবং পারিবারিক বন্ধনকে বিনষ্ট করে।
তাই মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা যুব কল্যান সংস্থার এমন মহতী উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এসময় তিনি মাদক প্রতিরোধে মৌলভীবাজার জেলা পুলিশের মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন।