তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি ও অবমাননাকর কটুক্তির প্রতিবাদে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) সকাল ১০ ঘটিকায় উলামা পরিষদ মৌলভীবাজারে টাউন ঈদগাহ সংলগ্ন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়কুল হাদীস আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা।
সমাবেশ শেষে বৃষ্টিতে ভিজে স্বতস্পুর্ত ভাবে নবী প্রেমীকদের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে কুসুমবাগে এসে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি হয়।
Drop your comments: