![InShot_20231206_140432622](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/12/InShot_20231206_140432622.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার(৬ ডিসেম্বর) সকাল থেকে অবরোধ কর্মসূচির সমর্থনে প্রথম দিনে মৌলভীরবাজার পৌরসভার পশ্চিম বাজার পুরাতন হাসপাতাল সড়ক থেকে শুরু হয়ে জেলা বিএনপি’র এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভিপি) ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্মসম্পাদক মহিতুর রহমান হেলাল, বিএনপি’র স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়িম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, আব্দুল হান্নান, আব্দুল মমিন, নুরুল ইসলাম, আব্দুস শহীদ, নানু মিয়া, সৈয়দ জমশেদ আলী,তাজুল চৌধুরী, শেখ জুয়েল আহমদ, নাহিদ আহমদ, শেখ মহসিন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অবৈধ আওয়ামী সরকারের অধীনে মেরুদন্ডহীন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা প্রত্যাহার ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।