তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: খালেদা জিয়াকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৬মে) দুপুরে শহরের প্রেসক্লাব সম্মুখে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, কেন্দ্রীয় যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
Drop your comments: