তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা, বাড়ী ভাড়া প্রদান, প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রধান, বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি.আর.সি এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করণ ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আজ শুক্রবার (১১ মার্চ) প্রেসক্লাব সম্মুখে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অবিনাশ চন্দ্র দে, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি কাঞ্চন দাস, সহ-সভাপতি বিমান বর্ধন, যুগ্ন সম্পাদক খুরশীদ আলম, যুগ্ন সম্পাদক মৌলুদ আহমদ, অর্থ সম্পাদক অসীম দাস, সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ রাজনগর শাখার সাধারণ সম্পাদক খালিছুর রহমান, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিশি কান্ত দে, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাশসহ সংগঠনের জেলার বিভিন্ন স্থান থেকে আসা অন্যান্য নেতৃবৃন্দ।