তিমির বনিক,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান পরিচালনাকালে (৯ মার্চ) বুধবার সাড়ে ৫ টার সময় মৌলভীবাজার সদর থানা অধিনস্ত ইমাম বাজার হতে গিয়াসনগরগামী সড়কের আনিকেলী বড় বাড়ির জনৈক মোশাহিদ আলীর ফিশারীর দিকে ছবেদ আলীর পকুর পাড়ের সামনে রাস্তা হতে আলাকত মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ২০৫পিস ইয়াবা ট্যাবলেট সহ।
জানা যায়, ১২ নং গিয়াসনগর ইউনিয়ন এর শাহপুর গ্ৰামের আলতাফ মিয়ার পুত্র আলাকত মিয়া।
এর সত্যতা নিশ্চিত করতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর সাথে যোগাযোগ করলে, তিনি জানান এই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে মাদকের সাথে জরিত এবং আশেপাশের এলাকায় সাপ্লাই করতো বলে জানান।