এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে দীর্ঘ ১৪ বছর পর চালু হল প্যাথলজিক্যাল ল্যাবরেটরির কার্যক্রম।
মঙ্গলবার বেলা ১২টার দিকে প্যাথলজি বিভাগের কার্যক্রম শুরু করা হয়। প্রায় ১৪ বছর ধরে এ হাসপাতালটিতে প্যাথলজি সেবা বন্ধ ছিল। এতে হয়রানির শিকার হত হসপিটালে আসা সাধারন রোগীরা।
অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কারণে এক্স-রে মেশিনটি এখনও চালু করা সম্ভব হয়নি। প্রায় এক যুগ ধরে মেশিন প্যাকেটজাত অবস্থায় পড়ে রয়েছে। এক্স-রে টেকনিশিয়ান বছরের পর বছর ধরে কর্মহীন অলস কাটাচ্ছেন। উন্নত মানের এক্স-রে মেশিনটি ব্যবহার না করার ফলে অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, প্যাথলজিস্ট না থাকায় হাসপাতালে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম বন্ধ ছিল। রোগীরা দ্রুত সেবা থেকে বঞ্চিত ছিল । আশা করি এখন আর সেই সব সমস্য থাকবে না। হসপিটালে এক্সরে মেশিন থাকার উপযুক্ত কক্ষ না থাকায় মেশিনটি এখনও চালু করা সম্ভব হয়নি।
এক্স-রে টেকনিশিয়ান বছরের পর বছর ধরে অলস সময় কাটাচ্ছেন। এভাবে মেশিনটি যদি পড়ে থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে বলে জানান তিনি।