বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কেজি গাঁজা সহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ ।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক দল মঙ্গলবার গভীর রাতে সদর ইউনিয়নের ভাইজোড়া গ্রামের রমজান আালীর নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে আটক করে এবং তাদের ৩ জনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে।মাদক বিক্রেতারা হলো, মোরেলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড সানকিভাংগা গ্রামের আ. জলির হাওলাদারের ছেলে রমজান আলী (৪৮), ফেনী জেলার সোনাগাজী উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে রিদয় হোসেন রাকিব (২২) ও ফেনী সদরের পশ্চিম সিলোনিয়া গ্রামের রুস্তুম আলীর ছেলে মোহাম্মদ এনাম(২৪)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. শাহজাহান আহমেদ বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই শুভংকর, এসআই জাহাঙ্গীর ও এসআই মোশাররফ এর নেতৃত্বে পুলিশের পৃথক পৃথক দল ভাইজোড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদেরকে আটক করে।