বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে উক্ত্যক্তকারীর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
(১০ এপ্রিল ) রবীবার স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মিছিল বের করে৷ পরে শিক্ষার্থীরা মিছিলটি মোরেলগঞ্জের পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ এবং পরবর্তীতে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন করেছে।বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা গত ৩ এপ্রিল বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।কয়েকদিন ধরেই মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা বখাটে মোঃ ফিরোজ বেপারী (২১) মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে। শিক্ষার্থীরা বলেন, ২ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণির এক ছাত্রী বারইখালী ঢালাই ব্রিজ সংলগ্ন রাস্তায় যৌন হয়রানির শিকার হন। ঘটনার পরে অভিযুক্ত বখাটেকে দায়ী করে শিক্ষার্থীর বাবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন,ঘটনার এক সপ্তাহ পার হলেও এ ঘটনায় কোন প্রকার আইনগত ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, যৌন হয়রানির ব্যাপারে অভিযোগ পেয়েছি।
মোরেলগঞ্জ থানা পুলিশকে বখাটে যুবককে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান, অপরদিকে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান অভিযোগ পেলে বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হবে।