বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট সমাজ সেবক প্রবীন সাংবাদিক মো. জামাল শরীফের ইন্তেকালে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) বিকেলে মোরেলগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম।
মরহুম সাংবাদিক মো. জামাল শরীফের ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, সাংবাদিক রাজিব আহসান রাজু, সাংবাদিক গনেশ পাল।
সভাশেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা হাফেজ মো. ইউনুসুর রহমান। দোয়া শেষে অংশগ্রহণকারী উপস্থিত ২ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রবীন সাংবাদিক মো. জামাল শরীফ গত মঙ্গলবার সন্ধা ৭ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।