বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এক শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। প্রায় আটদিন আগে এ ঘটনা ঘটে। পরে বিভিন্ন জনের মোবাইলে ওই ভিডিও ছড়িয়ে পড়লে আজ বুধবার বিষয়টি পুলিশকে অবহিত করে শিশুটির পরিবার।
জানা গেছে, ভিকটিমের অভিভাবকদের অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাৎক্ষনিকভাবে ভিডিও উদ্ধার করে অভিযুক্ত কিশোর নাজমুল হাসানকে(১৪) আটক করে। তবে ভিডিও ধারণকারী অপর কিশোরকে এখনো পুলিশ আটক করতে পারেনি।
ভুক্তভোগীর শিশুর মা জানান, টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার শিশু কন্যার ওপর যৌন নিপীড়ন করে তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ৯টার সময় জানান, মামলার প্রস্তুতি চলছে।
Drop your comments: