বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর সভার ভাড়া বাসা থেকে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে শোভন নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো: সাদিক সোভন (২৪) শোভন উপজেলার হোগলাবুনিয়া
ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে। এলাকায় সে টিকটকার বয় নামেও পরিচিত।
মামলা সূত্রে জানা গেছে, ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মধুর আলাপন তারপর গভীর প্রেম। প্রেমের একান্ত সময়ে ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করে ধর্ষন ও হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। শেষ পর্যন্ত শোভনের চাহিদা পুরন করতে না পেরে ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষন ওপ্রতারনার অভিযোগে মঙ্গলবার শোভনসহ ৪জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী শোভনকে গ্রেপ্তার করে।মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আলী জানান, ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সাদিক শোভন নামের প্রধান আসামীকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে এবং ধর্ষনের স্বীকার স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট পাঠানো হয়।
অভিযোগ আছে এই চক্রটি মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ভিডিও ধারণ করতেন। এর পর তাদের কাছ থেকে ব্লাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক, অর্থ আদায় করে আসছিল বলেও জানান এ কর্মকর্তা। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।