বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে তাল বীজ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১৭০ নং নিশানবাড়িয়া তাছেন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এলাকার বাবুল সরদারের বাড়ির সম্মুখ হতে ওই স্কুল পর্যন্ত নবনির্মিত সড়কের দুধারে তাল বীজ রোপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আমিরুল আলম মিলন এমপি বলেন, দেশে প্রতিবছর দুই শতাধিক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সম্প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করছে সরকার।বজ্রপাত নিরোধে তাল গাছ রোপনের সুফল এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত । এ ছাড়াও তালের পাতা ঘর ছাউনিতে, হাতপাখা, চাটাই ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয়। এর কাণ্ড দিয়ে বাড়ি ও ডিঙ্গি নৌকা তৈরি হয়। তালের ফল ও শাঁস পুষ্টিকর খাদ্য। তালের রস থেকে গুড়, পাটালী, মিছরি ইত্যাদি তৈরি হয়। দীর্ঘজীবী তাল গাছ প্রায় একশ’ বছর বাঁচে। এসব কারণে ১৭০ নং নিশানবাড়িয়া তাছেন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট শিশুদের সংগৃহীত একশ’ তাল বীজ ওইস্কুল প্রাঙ্গনসহ এই নবনির্মিত সড়কের দুধারে রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জানান।এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান প্রমুখ। এ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
অপরদিকে, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের রোভার স্কাউট গ্রুপ ও রেড ক্রিসেন্ট যুব সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজের রোভার শিক্ষক জেলা রোভার সেক্রেটারি ও এএলটি সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেনের সার্বিক তত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, কৃষি শিক্ষা বিষয়ের প্রাক্তন প্রভাষক স্বপন কুমার ডাকুয়া, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক এইচ এম শহীদুল ইসলাম, স্কাউট সদস্যবৃন্দ ও সাধারণশিক্ষার্থীরা।
এসময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কয়েকটি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।