September 22, 2023, 4:22 am

মোরেলগঞ্জে খালে ডুবে ড্রেজার শ্রমিকের মৃত্যু

  • Last update: Tuesday, March 14, 2023

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে এক ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যু ড্রেজার শ্রমিক জাকির শেখ(২৫) উপজেলার সন্ন্যাসী গ্রামের মৃত রুস্তুম আলী শেখের ছেলে।

ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisements

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১ টার দিকে মোরেলগঞ্জ পৌর এলাকার স্টীলব্রিজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয় জাকির। জাকির শেখের ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ড্রেজারে কর্মরত শ্রমিকরা জানান, বালু বহনকারি জাহাজ আনলোড জাহাজের কাছে নোঙর করার সময় দুটি জাহাজে ধাক্কা লাগলে মাথায় আঘাত পেয়ে জাকির খালে পড়ে ডুবে যায়।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান, খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছেন এবং খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে যৌথ অভিযানে নামে।ডুবে যাওয়ার পর প্রায় ৩ ঘন্টা খালে অভিযান চালিয়ে ডুবুরির দল নিখোঁজ জাকিরের মরদেহ তুলে আনতে সক্ষম হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC