মেট্রোরেলে হাফ ভাড়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বাসে শিক্ষার্থীদের হাফ পাসের সুযোগ থাকলেও, মেট্রোরেলে না থাকায় হাফ ভাড়ার জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট এলাকায় বড় জমায়েতের ডাক দিয়েছেন তারা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের সামনে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবি জানায় তারা।
তারা বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন হয়। সে সময় মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। মেট্রোতে হাফ পাসের দাবিতে কর্মসূচি চলতে থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।
এর আগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশের সব মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিস) ৫ শর্তে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।