বিশ্ব উইঘুর কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান ওমর কানাত বলেছেন, জিনজিয়াং প্রদেশে মুসলিম উইঘুর জাতিগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্ট্রাটনিউজ গ্লোবালের সঙ্গে একান্ত আলাপকালে এমন মন্তব্য করেন কানাত।
‘মুসলিম উইঘুর জনগোষ্ঠীর সঙ্গে চীন যে আচরণ করেছে, তা গণহত্যা কি না?’ এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য জানান। তিনি বলেন, হ্যাঁ সেটিও গণহত্যা। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব উইঘুরদের কোন কাজে আসেনি। বরং তারা উইঘুরদের বাড়িটির জায়গাটিও নিজের করে নিয়েছে।
জানা যায়, চীনের জিনজিয়াং প্রদেশে আনুমানিক ৩০ বিলিয়ন টন তেল এবং ১০ হাজার বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ কয়লা, তামা এবং সোনা মজুদ।
চীনের উইঘুরদের প্রতি সহযোগিতার হাত না বাড়ানোর জন্য মুসলিম বিশ্বের সমালোচনা করেছিলেন কানাত। উইঘুরদের জন্য সাহায্য চেয়ে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।